বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কল্যাণ তহবিল
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্য সদস্যা, দলনেতা-দলনেত্রী, অঙ্গীভূত আনসার, ব্যাটালিয়ন আনসার, কর্মচারী এবং কর্মকর্তাগণ প্রচলিত নীতিমালার আলোকে বর্ণিত প্রক্রিয়ায় এ বাহিনীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান ও বিশেষ ঋণ (চিকিৎসার জন্য), শিক্ষাবৃত্তি, মেয়ের বিবাহ, স্থয়ী পঙ্গুত্ব বরণ, মৃত্যু জনিত এককালীণ, দাফন-কাপন জনিত অনুদান পেয়ে থাকেন। কল্যাণ তহবিল থেকে এ সকল আর্থিক অনুদান ও ঋণ ব্যবস্থাপনা করে থাকে সদর দপ্তরস্থ ওয়েলফেয়ার শাখা। নীতিমালায় বর্ণিত সুনির্দিষ্ট আবেদন ফরমে উপযুক্ত তথ্য ও প্রমাণক সংযুক্ত করে আবেদন করা হলে ওয়েলফেয়ার শাখা নির্ধারিত কমিটির সভায় উপস্থাপনের মাধ্যমে অনুদানের অনুমোদন লাভ করে এবং অনুমোদিত আর্থিক অনুদান বা ঋণ সংশ্লিষ্ট উপকারভোগীর ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস