Wellcome to National Portal

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেটে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Workshop on upgrading 45 official web portals in Sylhet Range
Details

২৮ জানুয়ারী, ২০২১, সিলেট।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের আওতাধীন ইউনিট সমূহের তথ্য বাতায়ন উন্নয়ন  ও হালনাগাদ বিষয়ক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো ২৮ জানুয়ারী ২০২১। কী-পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন সম্মানিত রেঞ্জ কমান্ডার জনাব মো. রফিকুল ইসলাম। কর্মশালায় অংশগ্রহণ করেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা কমান্ডান্টগণ, সহকারী জেলা কমান্ডান্টগণ, সার্কেল অ্যাডজুটান্টগণ এবং সিলেট বিভাগের ৪০টি উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ। কর্মশালায় জাতীয় তথ্যবাতায়(www.ansarvdp.gov.bd) সহ ৪০টি উপজেলার, ৪টি জেলার এবং রেঞ্জের তথ্যবাতায়নের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয় এবং সেগুলোর মানোন্নয় ও হালনাগাদ করার বিষয়ে টীমগঠন ও কর্মকৌশল নির্ধারণ করা হয়। সম্মানিত রেঞ্জ কমান্ডার মহোদয় ৪৫টি তথ্য বাতায়নের এডমিন এবং টেকনিক্যাল টীমের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দানের আশ্বাস দেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জের সকল তথ্য বাতায়ন ১৪ মার্চ ২০২১খ্রি. তারিখের মধ্যে মানোন্নয়নের এবং হালনাগাত করণের সময়রেখা নির্ধারণ করা হয়।

Images
Attachments
Publish Date
28/01/2021
Archieve Date
30/06/2021