প্রত্যেক প্রশিক্ষণ বর্ষে বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে উপযুক্ত শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সদর দপ্তর নির্ধারি প্রার্থীদের বাছাই করে সাধারণ আনসার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মেয়াদ ৭০দিন। এ প্রশিক্ষণে শারিরিক, আভিযানিক কৌশল, মার্শাল আর্ট, দুর্যোগ মোকাবেলা এবং অস্ত্র প্রশিক্ষণের বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। সাধারণ আনসার প্রশিক্ষণ কোন চাকুরীর নিশ্চয়তা দেয় না বরং কিছু চাকুরী এবং আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ভালোভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী আনসারগণের বিরুদ্ধে যদি কোন ধরণে অপরাধ, রাষ্ট্রূীয় আইন শৃঙ্খলার পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার তথ্য প্রমাণ না থাকে তবে প্যানেলভূক্ত হয়ে ৪৭ বছর পর্যন্ত ৬ মাস বিরতি সম্পন্ন ৩ বছর মেয়াদে অঙ্গীভূত আনসার হিসেবে (ভাতাভিত্তিক) চাকুরী করতে পারে। উচ্চ শিক্ষিত আনসারগণ সরকারী চাকুরিতে ১০% কোটায় আবেদন করতে পারে এবং আত্ম কর্মসংস্থানে আগ্রহী হলে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে বিনিয়োগ সহায়তা নিয়ে উদ্যোক্তা হতে পারে।
আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS